ঢাকা ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা, দালালসহ আটক ৫

অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা, দালালসহ আটক ৫

অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় দালালসহ ৫ জন বাংলাদেশী নাগরিকে আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে মাধবপুর দেবনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদপুর এলাকার মৃত গনেশ সরকারের ছেলে পরিমল সরকার (৫৫), একই এলাকার লক্ষ্মী সরকারের ছেলে তাপস সরকার (৩৫) ও শ্যামল সরকারের ছেলে স্বপন সরকার (৪৫), বিজয়নগর উপজেলার মির্জাপুর এলাকার রায় কুমার মজুমদারের ছেলে দুর্জয় মজুমদার (১৯), মাধবপুর উপজেলা দেবনগর এলাকার মৃত আবু সামার ছেলে দালাল মোহাম্মদ আলী (৬০)।

বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দালাল মোহাম্মদ আলীর মাধ্যমে তারা ভারতে চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। আটককৃত মানব পাচারকারী দালাল’সহ ৫ জন বাংলাদেশী নাগরিককে মাধবপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোন প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

বিজিবি,মাধবপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত